ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ

SK MEDIA 24
আগস্ট ২৯, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বাংলাদেশে মোট ১.২৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। বুধবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

সভায় জানানো হয়, প্রাপ্ত প্রস্তাবের মধ্যে বিদেশি বিনিয়োগ ৪৬৫ মিলিয়ন ডলার, দেশীয় বিনিয়োগ ৭০০ মিলিয়ন ডলার এবং যৌথ বিনিয়োগ ৮৫ মিলিয়ন ডলার। এর মধ্যে চীনা প্রতিষ্ঠানগুলো এককভাবে সবচেয়ে বেশি, প্রায় ৩৩০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত থেকেও উল্লেখযোগ্য বিনিয়োগ প্রস্তাব এসেছে।

বিডা’র পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত ১.২৫ বিলিয়ন ডলারের মধ্যে ২৩১ মিলিয়ন ডলারের প্রস্তাব বাস্তবায়নের জন্য চূড়ান্ত হয়েছে। যা মোট প্রস্তাবের প্রায় ১৮ শতাংশ। বৈশ্বিক প্রেক্ষাপটে গড়ে এই হার ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে থাকে।

সভায় চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট নিয়েও আলোচনা হয়। বর্তমানে বন্দরে প্রায় সাড়ে ছয় হাজার কনটেইনার পড়ে আছে। গত দুই মাসে এক হাজার কনটেইনার নিলামে বিক্রি করা হয়েছে, আগামী মাসে আরও ৫০০ কনটেইনার নিলামে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এছাড়া বাংলাদেশ বিজনেস পোর্টাল (বিবিপি) চালুর অগ্রগতিও সভায় তুলে ধরা হয়। বিডা, বেজা, বেপজা ও বিসিকের সেবা সমন্বিত করার লক্ষ্যে গড়ে ওঠা এই অনলাইন প্ল্যাটফর্মের সফট লঞ্চ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং পূর্ণাঙ্গ উদ্বোধন মাসের শেষ দিকে করার পরিকল্পনা রয়েছে।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: