ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির পথে রাশিয়া

SK MEDIA 24
আগস্ট ২৯, ২০২৫ ৪:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এইডসের (AIDS) টিকা তৈরির উদ্যোগ নিয়েছে রাশিয়া। সফল হলে এটিই হবে বিশ্বের প্রথম কার্যকর এইডস প্রতিষেধক।

রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, সরকারের তত্ত্বাবধানে পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যেই টিকা উন্নয়নের কাজ শুরু করেছে। কেন্দ্রটির মহামারিবিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানিয়েছেন, টিকা তৈরিতে ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক এমআরএনএ (mRNA) প্রযুক্তি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী দুই বছরের মধ্যেই বাজারে আনার সম্ভাবনা রয়েছে।

গুশচিনের ভাষায়— “আমরা এমন একটি অ্যান্টিজেন তৈরি করছি, যা মানবদেহে প্রবেশ করলে বিস্তৃত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। আশা করছি দুই বছরেরও কম সময়ে কার্যকর টিকা বাজারে আনতে পারব।”

প্রচলিত টিকা সাধারণত দুর্বল বা মৃত জীবাণু ব্যবহার করে তৈরি হয়। কিন্তু এমআরএনএ প্রযুক্তিতে নির্দিষ্ট প্রোটিন দেহে প্রবেশ করিয়ে ইমিউন সিস্টেমকে সক্রিয় করা হয়। ফলে ভাইরাস আক্রমণ করলে শরীর আগেই প্রতিরোধ গড়ে তুলতে পারে।

এইডসের জন্য দায়ী ভাইরাস হলো এইচআইভি (HIV), যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়।প্রথমবার ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে রোগটি শনাক্ত হয়।অনিরাপদ যৌনতা, দূষিত সিরিঞ্জ ও মায়ের শরীর থেকে নবজাতকের মধ্যে এই ভাইরাস ছড়ায়।সাহারা-উপসাহারীয় আফ্রিকায় রোগটির প্রাদুর্ভাব সবচেয়ে বেশি।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শুধু ২০১৮ সালেই ১০ লাখ মানুষ এইডসে মারা যান। তবে ২০১০ সালের পর থেকে আক্রান্তের সংখ্যা কিছুটা হ্রাস পাচ্ছে।

বিভিন্ন দেশ এর আগে বহুবার এইডস প্রতিষেধক তৈরির উদ্যোগ নিলেও ভাইরাসটির জটিল গঠন এবং দ্রুত জিনগত পরিবর্তনের কারণে কোনো প্রকল্প সফল হয়নি।

গামালিয়া ন্যাশনাল সেন্টার করোনা মহামারির সময় বিশ্বের প্রথম টিকা স্পুটনিক–৫ উদ্ভাবন করেছিল, যার কার্যকারিতা ছিল ৯৭ শতাংশেরও বেশি। বিশ্বের ৭০টির বেশি দেশ সেটি ব্যবহার করেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: