ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

SK MEDIA 24
আগস্ট ১৯, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে প্রায় ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ প্রকাশ করেছে এনটিআরসিএ। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের এক লাখের বেশি শূন্যপদের বিপরীতে যোগ্যতার ভিত্তিতে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় ই-রেজিস্ট্রেশন থেকে শুরু করে চাহিদা সংগ্রহ ও যোগ্যতা যাচাইয়ের প্রতিটি ধাপ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

আবরার বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রায় ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী আবেদন করেন। এর মধ্যে প্রিলিমিনারিতে অংশ নেন ১৩ লাখের বেশি এবং উত্তীর্ণ হন প্রায় সাড়ে চার লাখ। লিখিত পরীক্ষায় বসেন সাড়ে তিন লাখ প্রার্থী, যেখানে উত্তীর্ণ হন ৮৩ হাজারেরও বেশি। শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে সফল হন ৬০ হাজারের বেশি প্রার্থী। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন প্রায় ৪১ হাজার জন।

ফলাফল জানা যাবে এনটিআরসিএর ওয়েবসাইট ও ngi.teletalk.com.bd-এ ‘ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫’ সেবা বক্সে। নির্বাচিত প্রার্থীরা নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেও ফলাফল দেখতে পারবেন।

নির্বাচিতদের নিয়োগপত্র ১৮ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রদান করা হবে। নিয়োগপত্র পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে যোগদান করতে হবে প্রার্থীদের। নির্ধারিত সময়ে যোগদান না করলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগপত্র দেওয়ার আগে প্রার্থীর সনদ যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন বাধ্যতামূলক। তবে শূন্যপদের তথ্য বিভ্রাট, ভুয়া কাগজপত্র, কিংবা পুলিশ ভেরিফিকেশনে অযোগ্য প্রমাণিত হলে নিয়োগ বাতিল হয়ে যাবে।

প্রার্থীর যোগদান নিশ্চিত হওয়ার পর প্রতিষ্ঠানপ্রধানকে ওয়েবসাইটে গিয়ে ‘Joining Status’ অপশনে তথ্য আপডেট করতে হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: