ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

৯৮ বাংলাদেশিকে বিমানবন্দরে আটকে দিলো মালয়েশিয়া

SK MEDIA 24
আগস্ট ১৬, ২০২৫ ৩:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ জন বাংলাদেশিকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে ঢাকা থেকে পৌঁছালেও প্রয়োজনীয় নথিপত্র না থাকায় তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানায়, রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত বিমানবন্দরের প্রথম টার্মিনালে পরিচালিত তল্লাশিতে ১৮১ জন যাত্রীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ভুয়া হোটেল বুকিং, ফেরত টিকিটের অভাব এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ না থাকায় বাংলাদেশিদের প্রবেশ অনুমতি বাতিল করা হয়।

সংস্থাটির ধারণা, পর্যটন ভিসায় আসলেও তারা সেখানে অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা করেছিল। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, যা ভবিষ্যতেও চলবে বলে একেপিএস সতর্ক করেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: