ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

শব্দায়ন- এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’ এর শুভ উদ্বোধন

SK MEDIA 24
আগস্ট ৩০, ২০২৫ ১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘শব্দায়ন- এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’ নামে কবিতার পাঠ ও উপস্থাপনের নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু করতে যাচ্ছে অতঃপর শব্দায়ন। সম্প্রতি এ উপলক্ষ্যে গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ এবং অতঃপর শব্দায়ন–এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

গত জুন মাসের ২৫ তারিখে গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে এই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। এসময় দুই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ-এর পরিচালক ফ্রাঙ্ক ভের্নার, প্রজেক্ট কো-অর্ডিনেটর অ্যান্ড অফিসার (প্রেস অ্যান্ড পাবলিক রিলেশন্স) শারমীন সোমা, অতঃপর শব্দায়ন–এর চিফ ভিশনারী অফিসার (সিভিও) যোবায়ের শাওন, ডিরেক্টর অপারেশন রিংকু রাহী, ডিরেক্টর বিজনেস ডেভলপমেন্ট সাদাব হাশমিসহ প্রমুখ।

আগামী ২৬ আগস্ট গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ-এর অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঢাকায় উদ্বোধনের পর, এই কার্যক্রমটি দেশের আটটি বিভাগীয় শহর ও অন্যান্য স্থানে বাস্তবায়ন করা হবে, স্থানীয় বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক কেন্দ্র এবং কবিতা সংঠনগুলোর সহযোগিতায়। প্রতিটি অনুষ্ঠান কেন্দ্রীয় ধারণাকে স্থানীয় কণ্ঠ ও শৈলীর সাথে মানিয়ে নেওয়ার মাধ্যমে পরিচালিত হবে।

‘শব্দায়ন’-প্ল্যাটফর্মটি একটি চলমান সাহিত্যচর্চা ও কবিতা আন্দোলন, যার লক্ষ্য কবিতার মূর্ছনা পৃথিবীর সকল প্রাণের মধ্যে ছড়িয়ে দেয়া। এই কার্যক্রমের মধ্য দিয়ে কবিতা আবৃত্তি ও উপস্থাপনকে নতুনভাবে তুলে ধরার প্রয়াস করা হবে। সমকালীন শিল্পসংস্কৃতি এবং লোকজ ধারার মেলবন্ধনে সম্পূর্ণ আয়োজনটি সাজানো হয়েছে। যেখানে দ্রোহ ও প্রেমের শব্দ এককণ্ঠে উচ্চারিত হয়ে সময়ের কথা বলবে, কবিতার কথা বলবে।

আয়োজনটিতে কবিতার সঙ্গে যুক্ত হবে আবহমিউজিক, লোকঐতিহ্য ও ভাব-ব্যঞ্জনামূলক নৃত্য। এর উদ্দেশ্য—কবিতাকে এক জীবন্ত, প্রতিবাদী ও ঐক্যের শিল্পমাধ্যম হিসেবে তুলে ধরা। কবিতাও যে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় এর মাধ্যমে সেটাই জাননোর প্রচেষ্টা করা হবে।

উদ্বোধনী সন্ধ্যায় পরিবেশিত হবে খ্যাতনামা কবি এবং শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: