ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মাছ শিকার শেষে ফেরার পথে ১২ জন জেলেসহ একটি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’। শনিবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শাহপরীরদ্বীপের ডেইলপাড়ার সুলতান মাঝির মালিকানাধীন ট্রলারটি বঙ্গোপসাগরে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপি সীমান্তচৌকি থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের জলসীমার ভেতর আটক করা হয়।
অপহৃতদের মধ্যে রয়েছেন— মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) এবং একজন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা।
শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, ফেরত আসা জেলেদের কাছ থেকে জানা গেছে— নাইক্ষ্যংদিয়া এলাকায় আরাকান আর্মির দুটি স্পিডবোট এসে ট্রলারটি জেলেসহ ধরে নিয়ে যায়।
উল্লেখ্য, এর আগে ১২ আগস্ট একই এলাকায় টেকনাফ-সেন্টমার্টিন উপকূলে আরও পাঁচ জেলেকে অপহরণ করেছিল এই সশস্ত্র গোষ্ঠী।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।