ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

৮০ টাকার ওপরে বেশির ভাগ সবজি, বেড়েছে ডিমের দামও

SK MEDIA 24
আগস্ট ২২, ২০২৫ ৭:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বাজারে সবজির দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ সবজি এখন ৮০ টাকার নিচে মিলছে না। পাশাপাশি ডিম ও মুরগির দামও বেড়ে গেছে, যা সাধারণ ক্রেতাদের বাড়তি চাপের মুখে ফেলেছে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে রাজধানীর রামপুরা, মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় ২০-৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

রামপুরা বাজারে সবজি কিনতে আসা আলামিন নামে এক ক্রেতা বলেন, “শেষ কবে এত দামে সবজি কিনেছি মনে নেই। যা-ই চাইছি, কেজিপ্রতি ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।”

একই বাজারে মুনি আক্তার নামে আরেক ক্রেতা বলেন, “আমাদের সংসার সীমিত আয়ে চলে। সবজির দাম বেড়ে যাওয়ায় খরচ সামলানো কষ্টকর হয়ে পড়েছে। আগের চেয়ে কম পরিমাণে কিনতে হচ্ছে।”

বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টি ও মৌসুমি কারণে উৎপাদন কমে গেছে, যার প্রভাব পড়েছে বাজারে।
মালিবাগের বিক্রেতা সবুজ হোসেন বলেন, “বর্ষায় চাষ কম হয়। এ বছর অতিরিক্ত বৃষ্টিতে অনেক ক্ষেত নষ্ট হয়েছে। ফলে বাজারে সরবরাহ কম, আর দাম বেশি।”

আলু, বই কচু ও কাঁচা পেঁপে ছাড়া কোনো সবজি ৮০ টাকার নিচে নেই। ঢ্যাঁড়স ও পটল কেজিপ্রতি ৮০-১০০ টাকা।বরবটি, বেগুন, চিচিঙ্গা, ঝিঙা, উস্তা, ধুন্দল ও কাঁকরোল ১০০-১২০ টাকা কেজি।কাঁচামরিচ ২০০ থেকে ৩২০ টাকা কেজি (এক সপ্তাহ আগে ছিল ১৫০-১৬০ টাকা)।চালকুমড়া প্রতি পিস ৭০ টাকা, লাউ ১০০ টাকা, মিষ্টি কুমড়ার ফালি কেজিপ্রতি ৪০ টাকা।

সবজির পাশাপাশি ডিমের দামও বেড়েছে। গত সপ্তাহে ডজনপ্রতি ১৪০ টাকায় বিক্রি হলেও এখন তা ১৫০-১৫৫ টাকায় পৌঁছেছে। মহল্লার দোকানে হালি ডিম বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়। এক মাস আগেও ডিমের দাম ছিল ১২০-১২৫ টাকা।

ডিম বিক্রেতা বুলু মিয়া জানান, “সবজির দাম বাড়লে ডিমের চাহিদা বাড়ে। তার সঙ্গে বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।”

অন্যদিকে, বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০-১৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে ১০-২০ টাকা বেশি। সোনালি মুরগির দামও বেড়ে ৩০০-৩২০ টাকায় দাঁড়িয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: