ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

মধ্যপ্রাচ্যে শ্রমবাজারে আর আটকে থাকবে না বাংলাদেশ: আসিফ নজরুল

SK MEDIA 24
আগস্ট ২০, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ শুধু মধ্যপ্রাচ্যকেন্দ্রিক শ্রমবাজারে আটকে থাকবে না; নতুন নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে এসব তথ্য জানান।

তিনি বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে ল’ফার্ম গড়ে তোলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে। সৌদি আরবে জুলাই অভ্যুত্থানে সংহতি জানানোয় আটক হওয়া ১ হাজার ৮৭৬ জন প্রবাসীকে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে।

নারী শ্রমিকদের আনুষ্ঠানিকভাবে বৈধ করার প্রক্রিয়া চলমান উল্লেখ করে আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে আগের সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হচ্ছে। পাশাপাশি কেয়ারগিভারদের জন্য ছয় মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে দক্ষ কর্মী পাঠানো সম্ভব হয়।

রেমিট্যান্স প্রেরণ সহজীকরণ প্রসঙ্গে তিনি জানান, এখন প্রবাসীরা সরাসরি টাকা পাঠাতে পারছেন। প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হারও ১ শতাংশ কমানো হয়েছে।

এক বছরের অর্জন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ সৃষ্টি, আইনগত সংস্কার ও নীতিগত পরিবর্তন হয়েছে। যদিও পুরো সংস্কার এক বছরে সম্ভব নয়, তবে একটি শক্ত ভিত্তি তৈরি করা হয়েছে। ধারাবাহিকতা বজায় থাকলে বাস্তব উন্নয়ন ও টেকসই সংস্কার সম্ভব হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: