ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া বক্তব্য ফাঁসের ঘটনায় কনস্টেবল অমি দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাতে সিএমপির খুলশী থানা পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।
অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন এবং প্রেষণে খুলশী থানায় দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরের বন্দর থানার এক এসআই গুরুতর আহত হওয়ার পর কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকির মাধ্যমে নির্দেশনা দেন। তিনি বলেন—
আগের প্রাধিকার অনুযায়ী সব টহল, মোবাইল, ডিবি টিম অস্ত্র ও লাইভ অ্যামুনিশনসহ বের হবে।শুধুমাত্র রাবার বুলেটে কাজ হচ্ছে না, তাই অস্ত্র বের করা মাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়।আত্মরক্ষার জন্য দণ্ডবিধি ৯৬ থেকে ১০৬ ধারা অনুযায়ী পুলিশ সদস্যরা ব্যবস্থা নেবে।
কমিশনারের এই বার্তা ভিডিও করে ছড়িয়ে দেন এক সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হলে পুলিশ প্রশাসনে অস্বস্তি দেখা দেয়। পরে তদন্তে কনস্টেবল অমি দাশকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।