ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

ঘণ্টায় ২৬০ কিমি বেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর হ্যারিকেন ‘অ্যারিন’

SK MEDIA 24
আগস্ট ১৭, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ক্যারিবীয় সাগরে সৃষ্টি হওয়া ঝড় অ্যারিন অল্প সময়ের মধ্যেই মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ হ্যারিকেনে রূপ নিয়েছে। বর্তমানে এর স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ১৬০ মাইল বা প্রায় ২৬০ কিলোমিটার, এবং আরও শক্তি সঞ্চয়ের আশঙ্কা রয়েছে।

মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত এটি একটি ট্রপিক্যাল স্টর্ম থাকলেও রাতারাতি ঝড়টি “বিস্ফোরকভাবে শক্তিশালী” আকার ধারণ করেছে। মাত্র ২৪ ঘণ্টায় বাতাসের গতি ঘণ্টায় ১০০ মাইল থেকে বেড়ে ১৬০ মাইল হয়েছে।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহান্তে অ্যারিন লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর উত্তর দিক অতিক্রম করবে। এতে স্থানীয়ভাবে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।

এটি ২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হ্যারিকেন হলেও আপাতত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার সম্ভাবনা নেই। তবে ঝড়টি উত্তর দিকে ধীরে ধীরে সরে গিয়ে বাহামার পূর্ব অংশ ঘেঁষে নর্থ ক্যারোলিনার আউটার ব্যাংকসের দিকে যেতে পারে।

ব্রেনান সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করবে এই ঝড়। বিশেষ করে ফ্লোরিডা ও মিড-অ্যাটলান্টিক অঞ্চলে ঢেউ সবচেয়ে বিপজ্জনক হতে পারে। বারমুডাতেও প্রবল বৃষ্টিপাত ও উঁচু ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।

প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড পুয়ের্তো রিকোর কয়েকটি পৌরসভা এবং ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস ও সেন্ট জনে জাহাজ চলাচল সীমিত করেছে।

মার্কিন আবহাওয়া দপ্তর (এনওএএ) জানিয়েছে, এ বছর আটলান্টিকে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক হ্যারিকেন দেখা যেতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্যাটাগরি-৪ ও ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ছে বলেও সংস্থাটির মূল্যায়ন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: